-
কলেজ কর্তৃক নির্ধারিত পোষাক ও ব্যাজ পরিধান করে অবশ্যই ছাত্র-ছাত্রীদের কলেজে আসতে হবে। কলেজ ইউনিফর্ম ব্যতীত ও নির্দিষ্ট সময়ের পরে কোন ছাত্র-ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেয়া হয় না।
-
কলেজ কর্তৃক প্রদত্ত্ব পরিচয় পত্র প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সঙ্গে রাখতে হবে। পরিচয় পত্র হারিয়ে গেলে থানায় ডায়রী করে নির্ধারিত ফি জমা দিয়ে পুনরায় পাঁচ দিনের মধ্যে সংগ্রহ করতে হবে।
-
বিনা অনুমতিতে ৩ দিন ক্লাস অনুপস্থিত থাকলে নাম কাটা যায়। নাম কাটা গেলে মাত্র একবারের জন্য নাম উঠানো হবে। পরবর্তীতে এমনটি ঘটলে ভর্তি বাতিল হবে। বিনা অনুমতিতে অনুপস্থিতির জন্য দৈনিক দশ টাকা হারে জরিমানা দিতে হবে। কোন ছাত্র-ছাত্রী অসুস্থ হলে সাথে সাথে কর্তৃপক্ষকে জ্ঞাত করতে হবে। অন্যথায় কলেজের বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
-
বিশেষ বিবেচ্য কারণে প্রকৃত অভিভাবকের সাক্ষাৎ ও দরখাস্ত সাপেক্ষে ছুটি মঞ্জুর করা যেতে পারে। তবে পরীক্ষার ক্ষেত্রে তা কার্যকর করা হবে না।
-
কলেজের প্রত্যেক ছাত্র-ছাত্রীর আচার-আচারণ হতে হবে ভদ্র, বিনয়ী ও শালীন। ছাত্রদের চুল ছোট রাখতে হবে। ছাত্রীদের প্রসাধনী অবশ্যই ছাত্রী সুলভ হতে হবে। ছাত্র-ছাত্রীদের পারস্পরিক সম্পর্ক হবে ভাই-বোন সুলভ এবং ছাত্রীদের কমন রুমে ছাত্রদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ব।
-
কোন ছাত্র-ছাত্রী কলেজ প্রাঙ্গণ অথবা বারান্দায় অযথা ঘোরাফেরা করতে পারবে না। ক্লাস না থাকলে তারা তাদের নির্দিষ্ট কমন রুমে অথবা পাঠাগারে অবস্থান করবে।
-
ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং দৃষ্টিকটু যে কোন বিষয় পরিত্যজ্য।
-
কলেজে অনুপস্থিতি, অভ্যন্তরীন পরীক্ষায় অংশগ্রহণ না করা, টেবিল বা দেয়ালে কিছু লেখা, কারো সাথে অসদাচারণ বা খারাপ ব্যবহার করা, আইন শৃঙ্খলা বিরোধী কাজ করা বা জড়িত থাকা, কলেজের নিয়ম-কানুন ভঙ্গ করা বা পালন ব্যর্থ হওয়া ইত্যাদি কারণে পূর্ব সতর্কীকরণ বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি ছাড়াই কলেজ কর্তৃপক্ষ যে কোন ছাত্র-ছাত্রীকে কলেজ হতে বহিস্কার বা ভর্তি বাতিল করতে পারবে।
-
কলেজে ক্যাম্পাসে ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। সর্বোপরি পরিবেশ দুষন থেকে বিরত থাকতে হবে।
-
মাসিক বেতন চলতি মাসের ১ম সপ্তাহের মধ্যে কলেজে বা কলেজ অনুমোদিত ব্যাংকে জমা দিতে হবে। এবং টাকা জমার রশিদ কলেজের অফিসে অবশ্যই দেখাতে হবে।
-
একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে প্রমোশন পেতে হলে অবশ্যই ৯০% ক্লাসে উপস্থিতি, অভ্যন্তরীণ পরীক্ষায় সন্তোষজনক ফলাফল এবং কলেজ নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলার উত্তম রেকর্ড থাকতে হবে।
- স্ প্তাহের ১ম ক্লাশে বিগত স্ প্তাহের ক্লাশের ভিত্তিতে একটি পরীক্ষা হবে।