The mission of Bhandaria Govt. College is to nurture the students in such a way as to develop their talents and enrich their knowledge to make them ideal citizens of the country. Through modern and quality teaching the college aims at grooming the students into skilful human resources. Along with imparting knowledge, the college also emphasises on the moral and intellectual enlightenment of the students in order to make them good human beings. Thus, Bhandaria Govt. College wants to go forward in unique and exceptional way to contribute to the building of a better future for Bangladesh.
অধ্যক্ষের বাণী
দক্ষিণ বাংলার ইতিহাস-খ্যাত একটি উপজেলা ভাণ্ডারিয়া। এখানে উচ্চশিক্ষা প্রসারের স্বপ্নদ্রষ্টা প্রয়াত বাবু রাজেন্দ্র কুমার শীলসহ কিছু সংখ্যক মহানুভব ও বিদ্যোৎসাহী ব্যক্তির নিরলস প্রচেষ্টার ফসল এই ভাণ্ডারিয়া সরকারি কলেজটি ১৯৭০ সালে আত্মপ্রকাশ করে। ১৯৮৫ সালে আধুনিক ভাণ্ডারিয়ার রূপকার জনাব আনোয়ার হোসেন মঞ্জু, এম.পি-এর প্রত্যক্ষ তত্ত্ববধানে অনেক আশা ভরসা নিয়ে কলেজটি সরকারিকরণ হয়।
যাদের ধনে জ্ঞানে, শ্রমে-ঘামে এই কলেজটি প্রতিষ্ঠিত ও সরকারিকরণ হয় তাঁদের এই অসামান্য অবদানকে সামান্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। শুধু বলব, তাঁরা অসাধারণ! ভাণ্ডারিয়া সরকারি কলেজ পরিবার চিরদিন তাদেরকে কৃতজ্ঞ চিওে স্নরর করবে। আমি আশা করব, যে সূদুর প্রসারি আশা ভরসা নিয়ে পোনা নদীর তীরে সবুজ শ্যামলিমায় ঘেরা পরিবেশে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল তা যেন দল মতের ঊর্দ্ধে থেকে সকলের সহযোগিতায় দিন দিন আরো বিকশিত হতে পারে।
প্রকাশ থাকে যে, এই কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে অনার্স কোর্স চালু হয়েছে এবং উক্ত কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ফলাফল সন্তোষজনক। আরো কয়েকটি বিষয়ে অনার্স কোর্স খোলার কাজ প্রক্রিয়াধীন। কলেজে শিক্ষা প্রকৌশল কর্তৃক ছয় (০৬) তলা একাডেমিক ভবনের কাজ এবং অনার্স ভবনের ৩য় তলার কাজ সম্পন্ন হয়েছে। কলেজে শিক্ষা প্রকৌশল কর্তৃকভাণ্ডারিয়া সরকারি কলেজ জামে মসজিদ সম্প্রসারণের, শেষ হয়েছে। প্রশাসনিক ভবনের ২য় তলা পর্যন্ত নিমার্ন কাজ চলমান। মাঠের নব নির্মিত গোল পোষ্টটি মাঠের সৌন্দর্য বৃদ্ধি করেছে।মাঠে বালি ভরাটের কাজ প্রক্রিয়াধীন। নব নির্মিত ছয় তলা ভবনের সামনে বাগান করার কাজ চলমান।
আলোকিত মানুষের-পুলকিতে উচ্ছাসে মানুষ গড়ার কারখানা ভাণ্ডারিয়া কলেজ সবুজ চত্বর মুখরিত থাকবে সকলের একনিষ্ঠ সহযোগীতায় - এটাই আমার দৃঢ় অঙ্গীকার।
প্রফেসর মো. আমানউল্লাহ খান অধ্যক্ষ ভাণ্ডারিয়া সরকারি কলেজ, পিরোজপুর।
নোটিশ বোর্ড
- ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।
- এইচএসসি পরীক্ষা -২০২৪ এর জরুরি বিজ্ঞপ্তি ।
- জনাব সুপ্রভাত রায়, সহকারী অধ্যাপক, ইংরেজি এর NOC পত্র
- জনাব সুপ্রভাত রায়, সহকারী অধ্যাপক, ইংরেজি এর NOC পত্র
- শ্রেণি কার্যক্রম বন্ধের নোটিশ
- ২০২৪-২০২৫ শিক্ষার্বেষর একদাশ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি
- ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ও শাখা পরিবর্তনের বিজ্ঞপ্তি।
- ২০২৩ সালের অনার্স ২য় বর্ষের ফরমপূরণের সময়ংসীমা বৃদ্ধি।
- ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্যেণির পাওনাদি পরিশোধ করা প্রসঙ্গে।
- কলেজ বন্ধের বিজ্ঞপ্তি।